Monday , June 21 2021

ভারতে ডিএসপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

অভিযোগ আছে ভারতে মুসলিমরা ভয়ের রাজত্বে বাস করছে। কিন্তু অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসি তা মনে করেন না।

নতুন খবর হচ্ছে, ভারতের বিহার রাজ্য পুলিশের ডিএসপি হয়ে ইতিহাস সৃষ্টি করলেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী রাজিয়া সুলতানা। রাজ্যটিতে পুলিশের এই পদে তিনিই প্রথম কোনো মুসলিম নারী।

সম্প্রতি ৬৪তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পাস করেছেন তিনি। এর মধ্য দিয়ে বিহার পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। শুক্রবার (১১ জুন) খবর প্রকাশ করেছে খালিজ টাইমস ও ইন্ডিয়া টুডে।