Monday , June 21 2021

প্লিজ ! দোহাই লাগে, এই বিষয়ে কিছু জানতে চাবেন না: শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অ’ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ক্যারিয়ার ভালো গেলেও তার ব্যাক্তিগত জীবন খুব একটা ভালো যাচ্ছে না।

বেশ অনেকদিন ধরেই স্বামী রোশান সিং থেকে আলাদা থাকছেন তিনি।

এ নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কম কাঁদা ছোড়াছুঁড়ি হয়নি!

তাদের বিচ্ছেদের বিষয়েও স্পষ্ট করে কেউই মুখ খুলেননি এখন পর্যন্ত।

সম্প্রতি ভা’রতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বেশ কিছু কথা শেয়ার করেন।

সেখানে তিনি জানান, এই মুহূর্তে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন।

একদিকে সঞ্চালনা এবং অন্যদিকে ওয়েব সিরিজের শুটিং; সবমিলিয়ে বেশ ব্যস্ত সময়ই কা’টাচ্ছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়ার বিষয় নিয়ে এই নায়িকা বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই লেখা হচ্ছে।

তারা তো কাউকেই ছাড়ে না! যাদের কোনো কাজ নেই তারাই এই সব গসিপ পড়ছে।

দেখু’ন, এই সময় কেউ যদি এ ধরনের খবর করে পয়সা পায়, তাহলে পাক।

আমি আমা’র স’ম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলবো না। প্লিজ! এই বিষয়ে কিছু জানতে চাইবেন না!

তিনি আরো বলেন, ওঠানামা কোন মানুষের জীবনে নেই, বলুন তো!

সেলিব্রিটি হলে সেটা নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টা কু’রুচিকর হয়ে যায়। এই মানসিকতা শুধু খা’রাপ নয়, অন্যায়!

প্রসঙ্গত, শ্রাবন্তী এরমধ্যে শেষ করেছেন ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘ইনটিউশন’ এর কাজ।

এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন সোহম। এছাড়াও শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরীর অন্তর্ধান’; যেখানে তাকে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। অন্যদিকে শাশ্বত চ্যাটার্জির ‘ছবিয়াল’ নিয়েও বেশ আশাবাদী তিনি।

এখন স্টার জলসা-র ‘সুপারস্টার পরিবার’ শোয়ের উপস্থাপনা করছেন তিনি।