Friday , February 26 2021

শিক্ষিকার’ সঙ্গে বিয়ে সেরে ফেললেন ছাত্র চাহাল

সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। মঙ্গলবার হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টিম ইন্ডিয়ার তারকা রিস্ট স্পিনার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা।

বিয়ের অনুষ্ঠান শেষ হতেই চাহাল তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ধনশ্রী পরেছিলেন মেরুন লেহেঙ্গা। চাহাল সেজেছিলেন আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে।

গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তার রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চাহাল লিখেছিলেন, ‘আমরা হ্যাঁ বললাম।

ধনশ্রী জানিয়েছিলেন, ‘আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিয়ো দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি।

লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’